রসুনের নানা গুন

১) বাতের বেদনায় – রোজ একটা করে রসুন গরম ভাতের সঙ্গে চিবিয়ে খেলে বা 100 গ্রাম তেলে ২০ কোয়া রসুন ভেজে সেই তেলে দিয়ে দুবার করে মালিশ করলে ব্যথা কমে।

২) পেটের বায়ুতে – এককাপ ঠাণ্ডা জলে 4-5 ফোঁটা রসুনের রস মিশিয়ে রোজ সকালে খেলে 7 দিনে পেটের বায়ু জমা বন্ধ হবে।

৩) অকাল বার্ধক্য রোধে – রোজ 4 কোয়া করে রসুন ভেজে বা বেঁটে তরকারি বা আটা ময়দার সঙ্গে মিশিয়ে খেলে অকাল বার্ধক্য দূর হবে।

৪) দেহের ক্ষয়ে – এক কাপ দুধের সঙ্গে দু তিন কোয়া রসুন সেদ্ধ করে মিশিয়ে খেলে শরীরের ওজন বৃদ্ধি পায় ও ক্ষয় রোধ হয়।

One Reply to “রসুনের নানা গুন”

  1. “Wow, I am thoroughly impressed with this website! It’s incredibly user-friendly and aesthetically pleasing. The layout is intuitive, making it easy to navigate and find exactly what I was looking for. The content is not only informative but also engaging, keeping me hooked from page to page. Plus, the load times are lightning fast, which is such a refreshing change from other sites. Kudos to the developers for creating such a fantastic online experience!”
    https://healthforall24hours.blogspot.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *