fbpx

প্যারেন্টিং

স্কু ডিলা

যারা #প্যারেন্টিং নিয়ে কথা বলি, সব সময় বলে এসেছি, সন্তানদেরকে লেখাপড়ায় প্রথম হবার অসুস্থ ˹প্রতিযোগিতায়˺ ঠেলে দেবেন না। অসুস্থ ˹প্রতিযোগিতা˺ নয় বরং তাদের ভেতরে সুস্থ ˹সহযোগিতা˺ পূর্ণ আচরণ শেখান। কিন্তু কে শোনে কার কথা!

সেই প্লে-গ্রুপ, কেজি, নার্সারি থেকে বাচ্চারা শুনে আসছে ক্লাসে ˹প্রথম˺ হতে হবে। মা-বাবার মাইর আর বকাও খেয়েছে এ কারণে। আত্মীয় স্বজনেরা হয়তো খোঁটাও মেরেছে ˹প্রথম˺ না হওয়ায়!

দেখছেন তো, জাতির বড় একটা অংশ পদ্মা সেতুতে নানাভাবে ˹প্রথম˺ হবার অসুস্থ প্রতিযোগিতায় লিপ্ত এবং তুচ্ছ এই ধরনের ˹প্রথম˺ হয়ে তারা গর্বিতও। গর্বিত হবেই না বা কেনো? তাদের ˹প্রথম˺ হওয়া নিয়েই সস্তা মিডিয়া সহ চারিদিক আলোচনা। ˹ভাইরাল˺ই ˹সফলতা˺। ঠিক এমন একটা জাতিই রাষ্ট্র ব্যবস্থা চায়! তাহলে তাদের জন্যও অনেক সুবিধা। বুঝেন নাই, তাই না? এটাও অনেক পরে বুঝবেন।

জাতির বড় একটা অংশের মাথার স্ক্রু আসলেই ঢিলা!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
× How can I help you?
Skip to content